ফের কারাগারে সাতক্ষীরা পৌর মেয়র চিশতী
নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতীকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) মেয়র চিশতী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
এর আগে তিনি পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন।
সম্প্রতি তিনি অন্য একটি রাজনৈতিক মামলায় সাতক্ষীরা কারাগার থেকে জামিনে মুক্ত হন।
বিএনপি নেতা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী শহরের কামালনগর এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা জজ কোর্টের পি.পি আব্দুল লতিফ জানান, ‘পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী সাতক্ষীরা সদর থানার একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে পৌর মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সৈয়দ ইফতেখার আলী জানান, ‘তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা না’মঞ্জুর করে।’
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সদর থানা পুলিশের এসআই দেলওয়ার হোসেন বাদি হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২শ’ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। মামলা নং- জিআর ৯৬২/২২।
এছাড়াও অপর একটি নাশকতা মামলা রয়েছে পৌর মেয়র চিশতির বিরুদ্ধে। যার নং-৩১৭/২৩।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. ইফতেখার আলী অভিযোগ করে বলেন, ‘মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতি তার মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফেরেন ২৬ ডিসেম্বর। তিনি এলাকাতে না থাকার পরও তার নামে মামলা হয়।’
জানা গেছে, সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ২০ জুন মেয়র পদে বহাল হয়েছিলেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন