ফের বিয়ে করলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ
ফের বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। রাজধানীর ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে পড়েন শিফা। সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের বিষয়টি হাবিব নিজেই নিশ্চিত করেছেন।
হাবিব ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন, বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। ঈশ্বর মঙ্গল করুন।’
হাবিবের স্ত্রী শিফা শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন। কাজ করেন মডেল হিসেবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে শিফা ও হাবিব ক্যামেরাবন্দি হয়েছিলেন। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় কণ্ঠশিল্পী সিঁথি সাহাকেও।
পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে।
এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন