ফের ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী (২১ জুন) দি‌ল্লিতে যাচ্ছেন বাংলাদেশ সরকারপ্রধান। সর্বশেষ গত ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভারত সফরের এ বিষয়টি বৃহস্পতিবার যুগান্তরকে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য কূট‌নৈ‌তিক সূত্র।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর পূর্বনির্ধারিত ছিল। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২১ জুন দুই দিনের সফরে দি‌ল্লি যা‌চ্ছেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দেশটিতে সফরে যান শেখ হাসিনা। বিশ্বের অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দেশের ফেরেন বাংলাদেশ সরকারপ্রধান।