ফের সন্তানের মা হলেন কারিনা, দোয়া চাইলেন সাইফ
অবশেষে ৪ জনের পরিবার হয়ে উঠলেন বলিউডের তারকা জুটি সাইফ আলী খান এবং কারিনা কাপুর। আজ ২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সন্তানের জনক-জননী হলেন তারা।
কারিনা ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মা ও সন্তান দুজনেই ভালো রয়েছেন। পুত্র সন্তানের খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ আলি খান।
শনিবার রাতে ভারতের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কারিনা। এরপর সকাল হতেই তাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের সংবাদ ছড়িয়ে যায় সর্বত্র।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সহকর্মীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সাইফিনা দম্পতিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে তাদের নতুন পুত্র সন্তানের প্রথম ছবি।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে হয় সাইফ-কারিনার। এরপর তাদের জীবনে আসে প্রথম পুত্র তৈমুর। তবে গত বছরের আগস্টেই পরিবারের সদস্য বাড়ার আভাস দিয়ে রেখেছিলেন এই জুটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন