ফেলে যাওয়া প্রাইভেটকারে মিলল দুই মণ গাঁজা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/pic-bbaria-gaza-20181009145816.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রায় দুই মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে গাঁজাভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদ পেয়ে কসবা থানা পুলিশের একটি দল সিএনজিচালিত অটোরিকশায় করে একটি প্রাইভেটকারের পিছু নেয়। একপর্যায়ে কামালপুর গ্রামের জনৈক কেনু মিয়ার বাড়ির সামনে মাদক পাচারকারীরা প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।
পরে ওই প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন