ফেসবুকে আসছে বড় ধরনের পরিবর্তন!

ফেসবুক মোবাইল ভার্সনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক। আপাতত বিজনেস পেজগুলোর ক্ষেত্রে এই পরিবর্তন দেখা যাবে। মূলত বিজনেস পেজের সঙ্গে সাধারণ ব্যবহারকারীদের যোগাযোগ আরো সহজ করতে এমন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

পরিবর্তনের ফলে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের পাশাপাশি যেকোনো বিজনেস পেজ থেকে অন্য অনেক সেবাই পাওয়া যাবে। যেমন, একজন ব্যবহারকারী কোনো একটি রেস্টুরেন্টের পেজে আছেন। সেখান থেকেই টেবিল বুক করতে পারবেন তিনি। এ জন্য তাকে আলাদা কোনো জটিলতায় পড়তে হবে না।

প্রতিটি পেজের ক্যাটাগরি আলাদা হবে। ভবিষ্যতে ক্যাটাগরি ভিত্তিতে প্রতিটি পেজের ডিজাইনও হবে আলাদা। বর্তমানে শুধু রেস্টুরেন্ট, লোকাল সার্ভিস ও টিভি শো-এর ফেসবুক পেজগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে।

ফেসবুকের রিকমেন্ডেশন ফিচারটিকে দেওয়া হচ্ছে নতুন মাত্রা। এর সাহায্যে পেজে সরাসরি বিভিন্ন ধরনের তথ্য দেখানো হবে। এগুলোর মাধ্যমে গ্রাহকরা আরো বাস্তবসম্মত রিভিউ এবং ফিডব্যাক পাবেন। রিকমেন্ডেশন ফিচারের সাহায্যে যেকোনও ছবি পোস্ট করে তাতে বিস্তারিত রিভিউ সংযুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।