ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করার আগে সাবধান!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/015453kalerkanrtho_pic-800x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নতুন গাড়ি বা বাড়ি কিনে ফেসবুকে সেই ছবি আপলোড করেছেন? অথবা পাঁচতারা হোটেলে ডিনার করার ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন? অনেক লাইক, ভাল ভাল কমেন্টও পেয়েছেন। নিশ্চয়ই তাতে মুখের হাসি চওড়াও হয়েছে। সাবধান। বিপদে পড়তে বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আপনি কিন্তু সবসময় নজরে রয়েছেন।
শুধু ফেসবুক নয়। ইনস্টাগ্রামসহ একাধিক সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে আয়কর দপ্তর। ফেসবুকে কোনও ব্যক্তির প্রোফাইল দেখে দপ্তর আন্দাজ করছে, তিনি কীরকম খরচ করছেন, কেনাকাটায় কত টাকা ব্যয় করছেন ইত্যাদি ইত্যাদি।
সরকারের বক্তব্য, এই নজরদারির মধ্যে দিয়েই কোনও ব্যক্তির আয় ও তার খরচের মধ্যে তফাত চোখে পড়তে পারে। আর সেই সূত্র ধরেই বেরিয়ে আসবে তিনি আয়করে ফাঁকি দিচ্ছেন কিনা।
অর্থাৎ এবার থেকে দামি জিনিসপত্রের ছবি, বিদেশ সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার আগে দু’বার ভেবে নিন। কারণ আপনি কর ফাঁকি দিলেও আয়কর দপ্তর নজরে ফাঁকি দিচ্ছে না। ফেসবুকের সূত্র ধরেই আপনার বাড়িতে হানা দিতে পারেন কর্মকর্তারা। কোথা থেকে গাড়ি, দামি গয়না কিনছেন, তার জবাব দিতে হবে আপনাকে। তবে কর ফাঁকি না দিলে নিশ্চিন্ত থেকেই ছবি পোস্ট করতে পারেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন