ফেসবুকে পোস্ট দিলেই পরিষ্কার হবে পশুর বর্জ্য
এবার ফেসবুকে পোস্ট দিলেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ হবে। সোমবার সকালে নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মেয়র বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা গাফিলতি করলে বর্জ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করুন। পোস্ট দেয়ার পর দ্রুত সময়ের মধ্যে ওই এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সিটি করপোরেশনের মনিটরিং টিম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম সার্বক্ষণিকভাবে মনিটরিং করবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো- ০৯৬১১০০০৯৯৯।
কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে আজ নগর ভবনে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন