ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বন্ধে আসছে ‘ফেস স্ক্যান’ পদ্ধতি
এবার থেকে অ্যাকাউন্ট ওপেনের জন্য বা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ‘ফেস রেকগনিশন টেকনোলজি’ আনতে চলেছে ফেসবুক। বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ে পরীক্ষা চলেছে।
এই পরীক্ষা সফল হলে তা সব ফেসবুক অ্যাকাউন্টেই কার্যকর করবে সংস্থা।
‘ফেস স্ক্যান’ পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো যাবে বলে মনে করছে সংস্থা। ‘ফেস স্ক্যান’ পদ্ধতি কার্যকর হলে অন্যের ছবি ব্যবহার করে ‘ফেক অ্যাকাউন্ট’ তৈরি করাও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, গ্রাহকরা তাদের মুখের কাছে ফোনটিকে ধরলে ফেসবুক অ্যাপ তাদের মুখ স্ক্যান করে অ্যাকাউন্টে তার ট্যাগ্ড ছবি বা ভিডিওর সঙ্গে কমপেয়ার করবে। মিলে গেলেই খুলে যাবে অ্যাকাউন্ট।
‘ফেস রেকগনিশন টেকনোলজি’ এর ব্যবহার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ফেসবুকে। গ্রাহকের অ্যাকাউন্টে আপলোড করা ট্যাগ করা ছবির মাধ্যমে ‘অ্যাকাউন্ট অথিন্টিসিটি’ মাঝেমধ্যেই যাচাই করে নিচ্ছে ফেসবুক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন