ফেসবুকে বন্ধুত্ব, হোটেলে ডেকে এনে ধর্ষণ
ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে দিল্লির এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাকরি দেয়ার নাম করে ২৫ বছরের ওই তরুণীকে একটি হোটেলে ডেকে পাঠায় অভিযুক্ত। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভারতের রাজধানী দিল্লির সাকেত এলাকার ঘটনা এটি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে এখন গ্রেপ্তার করা হয়নি। ম্যাজিস্ট্রেটের কাছে ওই তরুণীর জবানবন্দি নথিভুক্ত করা হবে।
তরুণীর অভিযোগ, গত পরশু সন্ধ্যায় তাকে দিল্লির একটি পাঁচতারা হোটেলে ডেকে পাঠায় ওই ব্যক্তি। চাকরি নিয়ে একটি বৈঠক হবে বলে জানিয়েছিল। সে অনুযায়ী তিনি হোটেলে যান।
পরে তাকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। আচ্ছন্ন হয়ে পড়লে হোটেলের পার্কিং প্লেসে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই ধর্ষণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন