ফেসবুক স্ট্যাটাস নিয়ে রংপুরে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৬
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার ঘটনায় রংপুরের তারাগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে একজন নিহত হয়েছেন। ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। শুক্রবার দুপুর থেকে তারাগঞ্জের রংপুর-পাগলাপীর সড়ক অবরোধ করলে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল।
.
পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাবা শরীফ ও মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে পাগলাপীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা। এসময় কয়েকটি বাড়িঘরেও হামলার অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে এলাকাবাসী পুলিশের উপর চড়াও হয়। এসময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও ফাঁকা গুলিবর্ষণ করে।
এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। গুলিবিদ্ধ ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অর্ধশত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন