ফ্রান্সে ছুরি হামলায় নিহত ২

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেইলে সেন্ট চার্লস রেল স্টেশনে ছুরি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারীও মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বলছে, নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেইলে স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব বলেছেন, তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে, কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলাকারী গুলিতে নিহত হওয়ার আগে চুরিকাঘাতে দু’জনকে হত্যা করেছেন।

ফরাসি পুলিশ এক টুইট বার্তায় বলছে, মার্সেইলে সেন্ট চার্লস রেল স্টেশন পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে। হামলাকারীকে নিরস্ত্র করার পর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

মার্সেইলে সেন্ট চার্লস রেল স্টেশন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক ফরাসি এক কর্মকর্তা দেমটির জাতীয় দৈনিক লি মন্ডে’কে বলেছেন, হামলার সময় হামলাকারী আল্লাহু আকবার বলে চিৎকার করেছেন।