ফ্রান্সে বিগত ৩০ বছরের রেকর্ড পরিমাণ তুষারপাত

ওমর ফারুক, প্যারিস থেকে : যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। প্রতিটি স্থানে জমে থাকা বরফের স্তুপ দূর থেকে দেখলে বরফের পাহাড় বা সমুদ্র বলে মনে হয়। পুরো ফ্রান্সের চিত্র এটি। গত দুদিনে টানা তুষারপাতে যা অঙ্কিত হয়েছ। আর এতে রেকর্ড ভঙ্গ হয়েছে বিগত ৩০ বছরের। জানা গেছে-১৯৮৮ সালে সর্বশেষ এমন তুষারপাতের ঘটনা ঘটে।

২০১২ সালে ফ্রান্স জুড়ে বেশ তুষারপাত হলেও এবারের ঘটনা সবকিছুকে হার মানিয়েছে। ফলে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। বিভিন্ন স্থানে যানবাহন চলাচল স্বাভাবিক না থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাজধানী প্যারিসে যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও এর আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ ছিলো চোঁখে পড়ার মতো । প্রচণ্ড ঠাণ্ডা ও জমে থাকা বরফের মধ্যদিয়ে কর্মস্থল থেকে ঘরে ফেরা বহু মানুষকে পায়ে হেঁটে ফিরতে দেখা গেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা মাইনাস থাকায় জমে থাকা বরফ সরতে বেশ কিছুটা সময় লাগবে।