বইমেলার ভিড় দেখে বুঝা যায় দেশ এগিয়ে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বই মেলায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় দেখেই বুঝা যাচ্ছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সবাই স্বাভাবিকভাবে উৎসব পালন করছে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, বই মেলা দেখেই বোঝা যাচ্ছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বই মেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে পুলিশ কনস্টেবল আবুবকর মোল্লা রচিত ‘কাব্যধারায় বঙ্গবন্ধু’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করছি, যাতে বই মেলার পরিবেশ ভালো থাকে। আজকে আপনারা মেলায় মানুষের ভিড় দেখেই বুঝতে পারছেন, মেলা যেন উৎসবে পরিণত হয়েছে।’
এসময় তার কাছে রাজনৈতিক বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে পুলিশ কনস্টবল আবুবকর মোল্লার রচিত ২৪ হাজার ৩২০ লাইনের (পঙক্তি) ‘কাব্যধারায় বঙ্গবন্ধু’ বইটি মানবধিকার প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। মেলার ৬৬২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ৮৮৭ পৃষ্ঠার এই কাব্যগন্থটি।
এছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের
শিক্ষার্থী শোভান সাহার লিখিত ‘মিসির আলি ফিরে এসো’ বইটির মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন