বইমেলায় নাইস নূরের নতুন দুটি বই প্রকাশ
একুশে বইমেলায় লেখক ও নাট্যকার নাইস নূরের নতুন দুটি বই প্রকাশ পেয়েছে। বই দুটির নাম হলো ‘Blind Princess and The Fairy’ এবং ‘অ’র প্রিয় বন্ধু ঔ’।
‘Blind Princess and The Fairy’ বইটি প্রকাশ করেছে ‘ঝিঙে ফুল’। বইটির প্রকাশক গিয়াস উদ্দীন খসরু। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আজিজুর রহমান।
অন্যদিকে, সাহস পাবলিকেশন্স প্রকাশ করেছে ‘অ’র প্রিয় বন্ধু ঔ’। বইটির প্রকাশক সাহস রতন। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন তুমুল ইবনে মাহাবুব। বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।
বই দুটি প্রসঙ্গে নাইস নূর আওয়ার নিউজ বিডিকে বলেন, “আমার লেখা প্রথম ইংরেজি রুপ কথার গল্প হলো ‘A Tale of the Blind Princess’। অন্ধ রাজকন্যা চরিত্রটি পাঠক পছন্দ করেছেন। মূলত এ কারণেই অন্ধ রাজকন্যাকে নিয়ে আমি নতুন একটা গল্প লিখেছি।
যতদিন পাঠক অন্ধ রাজকন্যাকে পছন্দ করবেন ততদিন অন্ধ রাজকন্যাকে নিয়ে নতুন গল্প লেখার পরিকল্পনা আমার রয়েছে।’
অন্যদিকে, ‘অ’র প্রিয় বন্ধু ঔ’ বইটি শিশুদের যেমন আনন্দ দিবে তেমনি বইটি থেকে শিশুরা কিছু শিখতেও পারবে বলে আমার বিশ্বাস।”
নাইস নূরের লেখা উল্লেখ্যযোগ্য বইগুলো হলো- ‘কার্টুনের দেশে মনিকা’, ‘সাদমানের ক্রিকেটার বন্ধু’, ‘জেবার প্রিয় বারবি ডল’, ‘শুন্ডু ভূতের পাঁচকন্যা’ ও ‘না ছোঁয়ার স্পর্শ’ ইত্যাদি। বইমেলা ছাড়াও নাইস নূরের সব বই পাওয়া যাচ্ছে অনলাইন বুক শপ রকমারি ডটকমে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন