বক্সিংয়ে পুতিনকে হারাতে পারবেন ট্রাম্প!
বক্সিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারাতে পারবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে তারা বলেছেন, তিনি খুবই ভালো মানুষ। এটি একটি চমৎকার বৈঠক ছিল। তারা আমাকে পুতিনের সঙ্গে একটি বক্সিং ম্যাচের আয়োজন করতে চেয়েছিলেন।
একটু বিরতি দিয়ে তিনি বলেন, আমার মনে হয়, আমি তাতে খুবই ভালো করতাম।
যুক্তরাষ্ট্রের মিনিসোটায় এক অনানুষ্ঠানিক রাজনৈতিক সমাবেশে অনেকটা বড়াই করে ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলেন। তিনি এ সময় ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে মার্কিন গণমাধ্যমের তীব্য সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, গত জুলাই মাসে ফিনল্যান্ডের হেলসিংকিতে পুতিনের সঙ্গে আমার বৈঠককে অর্থহীন করে দিতে চেয়েছে গণমাধ্যম।
তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলেন, এটা সত্যি কথা, গলফের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে। কিন্তু ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্পের কোনো খ্যাতি নিই বললেই চলে।
সিএনএন জানিয়েছে, অধিকাংশ মার্কিনিদের মতো ট্রাম্পের শরীরে অতিরিক্ত ওজন। যথেষ্ট শারীর চর্চাও করেন না তিনি।
রুশ নেতার প্রসঙ্গে ট্রাম্প এই প্রথম বক্সিংয়ের কথা তুলেছেন, তা কিন্তু না। হেলসিংকি বৈঠকের পরে টুইটারে ট্রাম্প বলেছেন, দুই নেতার মধ্যে চমৎকার বৈঠক হয়েছে। যা অনেক ঘৃণাচর্চাকারীকে বিরক্ত করেছে। তারা একটি বক্সিং ম্যাচ দেখতে চেয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন