বগুড়ায় বাস উল্টে নিহত-২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/download.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে রংপুরগামী যাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে।
দুর্ঘটনায় নিহত একজনের নাম আল আমিন(১৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এঘটনায় ২ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহত ১ ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর ব্যক্তির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন