বগুড়ায় বেসওয়ার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত

“WE ARE RETIRED BUT NOT TIRED” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান, র্যাফেল ড্র ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বগুড়া শহরের হোটেল ৭১ ইন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসওয়া বগুড়া জেলা শাখার সভাপতি সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অব:)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, বেসওয়ার প্রধান উপদেষ্টা কর্ণেল (অব:) মোঃ জগলুল আহসান, এস ইউ পি, পি এস সি, জি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্জেন্ট এবিএম রেজাউল করিম হিমু (অব:) সভাপতি, সদর উপজেলা, ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন (অবঃ), সভাপতি, শিবগঞ্জ উপজেলা।
SWO আলমগীর হোসেন (অবঃ), সার্জেন্ট আশরাফ আলী (অবঃ), SWO মমিনুল ইসলাম (অবঃ), সার্জেন্ট রেজাউল করিম (অবঃ),সার্জেন্ট আজাদুল হক আজাদ (অবঃ), সার্জেন্ট নুরুল ইসলাম (অবঃ), সার্জেন্ট জুয়েলুর রহমান (অবঃ), সার্জেন্ট আব্দুর রাজ্জাক (অব:), সার্জেন আবুল কালাম আজাদ (অব:), সার্জেন্ট হেদায়েতুল্লাহ ইসলাম সরকার (অব:)।
ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম (অব:) ও সার্জেন্ট আব্দুল বাতেন (অব:) এর সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সার্জেন্ট এবিএম রেজাউল করিম হিমু (অব:), ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন (অব:), SWO আলমগীর হোসেন (অব:), সার্জেন্ট আশরাফ আলী (অব:), সার্জেন্ট রেজাউল করিম (অব:), সার্জেন্ট নুরুল ইসলাম (অব:), সার্জেন্ট জুয়েলুর রহমান (অব:)সহ জেলা ও উপজেলার বহু অবসরপ্রাপ্ত সেনা সদস্য। অনুষ্ঠানে সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন দুলাল (অব:) আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রীতিভোজ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এর আগে ভোর ৭টায় জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন এবং সকাল ১০টায় বগুড়া শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন















