বগুড়ায় হোপ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

বগুড়ায় হোপ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত। সোমবার (২৫ আগষ্ট) সকালে পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের আয়োজনে ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় জেলা পরিষদের সভাকক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জেলা পর্যায়ের প্রতিনিধিগণদের সাথে জেলা পর্যায়ের সরকারী সেবা প্রদানকারী দপ্তরের সেবা প্রাপ্তির প্রক্রিয়া শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহেনেওয়াজ, সহকারী পরিচালক সমাজ সেবা শফিকুল ইসলাম, সমাজ সেবা রেজিষ্ট্রেশন কর্মকর্তা আজিজুল ইসলাম খান, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস্, পল্লীশ্রী সংস্থার হেড অফ এইচ আর শামিমা বেগম, অনুষ্ঠান উপস্থাপনা করেন এরিয়া-কো অর্ডিনেটর গণ ও প্রকল্প সমন্বয়কারী হোপ প্রকল্প, পল্লীশ্রী।
প্রধান নির্বাহী কর্মকর্তা সংলাপ উদ্ধোধন করার পর পল্লীশ্রী সম্পর্কে আলোচনা করেন সংস্থার হেড অফ এইচ আর। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সেবা প্রদানকারী দপ্তরের অতিথিবৃন্দের উদ্দ্যেশ্যে প্রশ্ন রাখেন জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য সাংবাদিক এইচ আলীম, কবি জয়ন্ত দেব, রিপা, আতিয়া সূলতানা, জান্নাতি, সম্পাদক সাদেক সোহাগ প্রমুখ।
এরপর বক্তব্য প্রদানের মাধ্যমে উত্তর প্রদান করেন সহকারী পরিচালক সমাজ সেবা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং সমাপ্ত ঘোষনা করেন নির্বাহী কর্মকর্তা মহোদয়গণ। সেখানে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে এবং বিভিন্ন দপ্তরের সেবা পাওয়ার প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সংলাপে ১২ জন নারী ও ৮ জন পুরষ সদস্য উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন