বগুড়ার মহাস্থান জাহাজঘাটা টিকিট কাউন্টারে আগুন

বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের প্রত্নস্থলের
জাহাজঘাটা সংলগ্ন টিকিট কাউন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় কাউন্টারে রক্ষিত আসবাবপত্র পুড়ে গেছে।

গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গণমাধ্যমকে জানান, গত শুক্রবার (৩ জানুয়ারি) সারাদিন জাদুঘর খোলা ছিল। প্রতিদিনের ন্যায় জাদুঘরের কর্মচারীগণ ডিউটি শেষে কাউন্টার বন্ধ করে অফিসে সবকিছু বুঝে দিয়ে চলে যায়৷ এরপর রাতের কোন এক সময় মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর চত্বরে জাহাজঘাটা প্রত্নস্থলের বেষ্টনীর ভিতরে টিনসেড কাউন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে কাউন্টারে থাকা একটি কাঠের টেবিল, একটি চেয়ার ও প্লাস্টিকের ডাস্টবিন পুড়ে যায়। রাতে পথচারীরা কাউন্টারে আগুন দেখে চিৎকার করে। পরে বালতি ভরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি আরও বলেন, প্রত্নসম্পদ সংরক্ষণ করা সবার দায়িত্ব। যারা রাষ্ট্রীয় সম্পদ পুড়িয়ে ক্ষতি করতে চায় তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনার পরের দিনই জাদুঘরের পক্ষ হতে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।