বগুড়ার মোকামতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/07/Screenshot_20240731-095732.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়া শিবগঞ্জের মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের আয়োজন করা হয়। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্যদের একটি অংশ ওই মানববন্ধনের আয়োজন করে। দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত মোকামতলা-শিবগঞ্জ সড়কে গতকাল মঙ্গলবার ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালীন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আঃ হান্নান, বুলু মিয়া, রতন মিয়া, মারুফ মন্ডল বক্তব্য রাখেন।
এসময় বক্তাগণ বলেন, বিদ্যালয়টির ব্যাংক হিসাব চেকে সভাপতির স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক প্রায় ৬১লাখ টাকা তুলে আত্মসাৎ করেছে। এনিয়ে আদালতে একটি মামলা তদন্তধীন আছে। ওই মামলা সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরো অন্যান্য দুর্নীতির অভিযোগ প্রশাসনের পক্ষে নিরপেক্ষ তদন্ত দাবী জানানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন