বগুড়ার মোকামতলা মডেল প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় মোকামতলা ধানসিঁড়ি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান।
এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন, মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম।
মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোকামতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা রুহুল আমিন ফটু, ইসলামী ছাত্র শিবিরের মোকামতলা সাথী শাখার সভাপতি সাবিদুল ইসলাম সাব্বির প্রমূখ।
এসময় শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম রবি, আমাদের প্রয়াস নিরন্তন (আপন) এর সভাপতি রশিদুর রহমান রানা, মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী শিপন, মহাস্থান গড় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলজার হোসেন, মোকামতলা বালিকা বিদ্যালয়ের সভাপতি রাজু মিয়া, বিএনপি নেতা আব্দুস সালাম।
আব্দুল লতিফ, সাজু মিয়া, জামায়াত নেতা শামীম হোসেন, শিবির নেতা আব্দুল আলিম,সাংবাদিক সোহাগ আলী, সৈকত হোসেন, নাহিদ হাসান, রিপন মিয়া, শিক্ষক রিমন মিয়া, আজিজুল বারী লিটন, ব্যবসায়ী এরশাদুল বারী, রানা মিয়া, জাহিদুল ইসলামসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অর্ধ শতাধিক মানুষ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















