বগুড়ার শিবগঞ্জের আলীগ্রাম আলিম মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছে ইমরান আলী

বগুড়ার শিবগঞ্জের আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছে পীরব ইউনাইটেড ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ইমরান আলী।
গত (২৯ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়া কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ইমরান আলী উপজেলার আলীগ্রাম উত্তর পাড়া গ্রামের মৃতঃ আলহাজ্ব ইয়াকুব আলী’র ৩য় পুত্র।
এবিষয়ে ইমরান আলী বলেন, আমি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন