বগুড়ার শিবগঞ্জের ইসলাহুল উম্মাহ মাদরাসায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/IMG_20241205_204642-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জের ইসলাহুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আমতলিস্থ মাদরাসা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সুমন শেখ।
ইসলাহুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম মুফতি মুহাম্মাদ উমর ফারুকের সঞ্চানালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া এহসান এয়ার ট্রাভেলস এর পরিচালক আলহাজ্ব তইয়ব খন্দকার, বিশেষ অতিথি ছিলেন মাওঃ মারুফুর রহমান, মুফতি আইয়ুব বিন মঈন।
অনুষ্ঠানে বক্তব্য রাখের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, অত্র মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আতিকুর রহমান, শরিফুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, হাফেজ আনাস মাহমুদ, অত্র মাদ্রাসার পরিচালক আবু হানিফ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন