বগুড়ার শিবগঞ্জের দেউলী উচ্চ বিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুস কান্তি সাহার অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে অত্র বিদ্যালয়ের মাঠে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার, সহকারী শিক্ষক লক্ষী রানি, জাহেদ আলম, রাসেল মিয়া, দুলালুর রহমান দুলাল বলেন, রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ প্রাক্তন শিক্ষার্থীরা।