বগুড়ার শিবগঞ্জের বড়াইল বাকশন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল বাকশন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৫জুন তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার (১০ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত বিভিন্ন পদে ১২জন প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাইয়ুম বাশারের নিকট অভিভাবক সদস্য পদে জালাল আকন্দ, আব্দুল মালেক, মেহেদুল ইসলাম, জেলাল হোসেন, মোকলেছার রহমান, মোজাহার আলী, মুঞ্জুর আলম, রুবেল আহম্মেদ, দাতা সদস্য পদে জান্নাতুল মাওয়া, শিক্ষক প্রতিনিধি পদে ইসমাইল হোসেন, দিনেশ চন্দ্র দাস ও আফরিন আক্তার তাদের মনোনয়নপত্র জমা দেয়।
এ নির্বাচনে মোট ২৫৬জন ভোটার তাদের ভোট প্রদান করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন