বগুড়ার শিবগঞ্জের বিভিন্ন নদী ও পুকুরে মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার চিকাদহ করতোয়া নদী, আলিয়ারহাট সুইচগেট নাগরনদী, সংসারদিঘী মসজিদ ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এ মাছ অবমুক্ত করেন।
এসময় উপস্থিত জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, মৎস্য ব্যবসায়ি মাহাবুর রহমান মতি, সাইফুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন