বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/Arrest-আটক-গ্রেপ্তার-গ্রেফতার.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকায় আশুলিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উওর শ্যামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে সিহানুল ইসলাম (২৫) এবং চাকমা গ্রামের জাহেদ হাসানের ছেলে শরিফুল ইসলাম (৩২)।
তদন্ত কেন্দ্রের এস আই রিপন মিঞা জানান, গ্রেফতারকৃত সিহানুল ইসলামের বিরুদ্ধে ব্যাংক চেক জালিয়াতি পৃথক ৫ টি মামলা হয়। বগুড়া সংশ্লিষ্ট আদালত তার অনুপস্থিতে পৃথক পৃথক মামলার মোট ২ বছর সাজা ভোগের রায় ঘোষণা করেন। শরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় বগুড়ার সংশ্লিষ্ট আদালত চার বছর সাজা ভোগের রায় ঘোষণা করেন তার অনুপস্থিতে মামলার রায় হওয়ার পর থেকে তারা দীর্ঘ দিন পালিয়ে ছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন