বগুড়ার শিবগঞ্জের ৬২ মন্দিরে তারেক রহমানের অনুদান বিতরণ

বগুড়ার শিবগঞ্জে শারদীয় দূর্গা ও কাত্যায়নী পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৬২টি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩লক্ষ ১০হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, সহ-সভাপতি নুরে আলম মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম, রোকন-উদ-দৌলা রুবেল, ওবায়দুর রহমান মাস্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু।

সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সহসভাপতি আশীষ কুমার রায়, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম. আবু তাহের, ফজলুর রহমান এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান তমাল প্রমুখ।