বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করলো পুলিশ
বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করলো পুলিশ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মহাস্থান পূর্বপাড়া থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরনে ছিল ট্রাউজার ও সাদা চেক শার্ট।
পুলিশ জানায়, মৃত ব্যক্তি গত দুই মাস পূর্বে মহাস্থানপূর্বপাড়া গ্রামের বৃদ্ধ জবেদ আলীর বাসায় বসবাস করত। পুলিশ আরো জানান, জবেদ আলীর বাসায় ওই অজ্ঞাত ব্যক্তি থাকলেও তার নাম ও ঠিকানা বৃদ্ধের জানা নেই।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন