বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে পার্টনার কংগ্রেসের উদ্বোধন করা হয়।

চলতি অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় পার্টনার কংগ্রেসের উদ্বোধনী উপলক্ষে পরিষদ চত্বরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন বনানী বগুড়া বনানী উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ সোহেল শামসুদ্দীন ফিরোজ, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের কৃষিবিদ মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হান্নান।

কৃষিবিদ আপেল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, কৃষকদল নেতা আব্দুস সালাম। পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ৫টি স্টল নির্মাণ করা হয়।