বগুড়ার শিবগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারের খাদ্য নিরাপত্তা জোরদার ও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার জামুরহাট এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠানডু, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোনায়েম খান, জামুরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল হক এবং মোকামতলা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরেশ চন্দ্র মাহাতোসহ কৃষক, মিল মালিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আব্দুল হান্নান বলেন, “সরকার কৃষকের ঘামঝরা ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিটি মৌসুমেই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চালু রাখছে। এর ফলে একদিকে কৃষক লাভবান হচ্ছেন, অন্যদিকে দেশের খাদ্য মজুদও নিরাপদ থাকছে”।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২০ মেট্রিক টন এবং চাল ৩ হাজার ৯ মেট্রিক টন। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এলএসডি গুদাম পরিদর্শন করেন এবং চাল-ধান মজুদ ও সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।