বগুড়ার শিবগঞ্জে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন
বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তলন।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বাদ জোহর পৌরসভা হলরুমে শোক সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম ফকির। উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ইউপি চেয়ারম্যান এ বি এম নাজমুল কাদির চৌধুরী শাজাহান, খ.ম শামছুজ্জোহা শামিম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জেলা পরিষদের সাবেক সদস্য মারুফ রহমান মুঞ্জু, আঃ কাদের বাবলু, হাফিজার রহমান, মাহবুবুর রহমান মতি, এমদাদুল হক এমদাদ, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, চেয়ারম্যান মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু , সোহেল রানা মিন্টু, ইঞ্জিঃ সরোয়ার হোসেন, মাহফুজুল হক, আজিজার রহমান মাস্টার, নুহুরুল হক রুবেল, নজরুল ইসলাম, আল—আমিন, আরিফিন হক আফতাব, শেখ কবির বকুল, আঃ লতিফ, আতিক রহমান, আজিজুল হক খলিফা, সিরাজুল ইসলাম, ইউনুছ আলী, হুমায়ন কবির, বাবুল মিয়া বাবু, শহিদুল ইসলাম, আরিফ হাসান রাসেল, মুকুল হোসেন, শাহজাহান আলী, মতিন মেম্বার, কামাল হোসেন, গোলাম মোস্তফা মস্তো, মিজানুর রহমান, শ্রী অনুপ কুমার, আমিনুল হক দুদু, ছামছুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, রাজা চৌধুরী, শাহজাহান কাজী, মনিরুজ্জামান মটু, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, মিজানুর রহমান, এসএম রুপম, মোয়াজ্জেম হোসেন নবাব, মোশারফ হোসেন, আবু সাঈদ, কামরুল ইসলাম, আলহাজ্ব শাজাহান আলী, সামসুল ইসলাম, রেজাউল করিম মাস্টার, মাহতাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আঃ ছাত্তার, সহ—সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শাহিনুর মাষ্টার, ছাত্রলীগ নেতা আবু রায়হান, রাকিব হাসান প্রমুখ। শোক সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে শিবগঞ্জ বরকতিয়া এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন