বগুড়ার শিবগঞ্জে আলোক দূত ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জের কিচকে আলোকদূত ফাউন্ডেশনের ১০ বছরপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে কিচক উচ্চ বিদ্যালয় মাঠে আলোকদূত ফাউন্ডেশনের সভাপতি শামস উদ্দিন টগরের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল বাছেদ।
এসময় বক্তব্য রাখেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা ও পরিচালক শরিফুল ইসলাম, কিচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক্ষ সাহারুল ইসলাম, ডাঃ শামিম।
এসময় উপস্থিত ছিলেন আলিম, সুমন, শামিমসহ অত্র সংগঠন ও কিচক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন