বগুড়ার শিবগঞ্জে আলোক দূত ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জের কিচকে আলোকদূত ফাউন্ডেশনের ১০ বছরপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে কিচক উচ্চ বিদ্যালয় মাঠে আলোকদূত ফাউন্ডেশনের সভাপতি শামস উদ্দিন টগরের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল বাছেদ।

এসময় বক্তব্য রাখেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা ও পরিচালক শরিফুল ইসলাম, কিচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক্ষ সাহারুল ইসলাম, ডাঃ শামিম।

এসময় উপস্থিত ছিলেন আলিম, সুমন, শামিমসহ অত্র সংগঠন ও কিচক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।