বগুড়ার শিবগঞ্জে আশ্রয়ণ—২ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময়
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ—২ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই সোমবার দুপুরে শিবগঞ্জ সদর ইউনিয়নের ধোন্দাকোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ূন কবীর।
এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে কুলছুম সম্পা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারি কমিশনার (ভূমি) তাজনিমুজ্জামান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির উদ্দিন।
পরে সুবিধাভোগীদের মাঝে শুকনা খাবার, হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন