বগুড়ার শিবগঞ্জে উদ্দীপন এনজিও’র বীমাদাবী প্রদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/Shibganj-pic-1-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে উদ্দীপন এনজিও’র বীমাদাবী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উদ্দীপন শিবগঞ্জ অঞ্চলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্দীপন এনজিও’র বগুড়া জোন এর জোনাল ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্দীপন এনজিও’র রিজোনাল ব্যবস্থাপক জয়নাল আবেদীন, শাখা ব্যবস্থাপক হারুন অর রশিদ, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর মিনারা বেগম, ব্যবসায়ীক আবু বক্কর প্রমুখ। পরে প্রধান অতিথি হেলথ্ কার্ডধারী সদস্য জোসনাকে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
প্রসঙ্গতঃ গত ২১ মে ঋণ নেওয়ার পর উদ্দীপন পরিবারের সদস্য জোসনা বেগমর স্বামী আব্দুল কাদির গত ২৫ মে মৃত্যু বরণ করেন। এ মৃত্যুর কারণে ঋণের টাকা মাফসহ হেলথ কার্ড থাকায় জোসনার হাতে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন