বগুড়ার শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিলো মাজার কমিটি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/FB_IMG_1690025006908-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা মহোদয়কে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে মহাস্থান মাজার মসজিদ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা ভূমি কর্মকর্তা তাসনিমুজ্জামান, খতিব মাও. এমদাদুল হক, হিসাব রক্ষক ওবায়দুর রহমান, পেশ ইমাম মাও. মামূনুর রশিদ, লাইব্রেরিয়ান আনোয়ারুল ইসলাম, মোয়াজ্জিন আব্দুল হামিদ ও মুকছির উদ্দিন। অন্যান্য কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন খাদেম নুরুল ইসলাম, ইয়াছিন আলী, আশরাফুল ইসলাম, বাবলু মিয়া, এনামুল হক, রানা মিয়া, আজাহার আলী, শফিকুল ইসলাম, আলতাব হোসেন, আফজাল হোসেন, দুলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম মহোদয়কে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে বিদায়ী অফিসার ও উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গতঃ শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে মহাস্থান মাজার মসজিদ কমিটির ‘সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন