বগুড়ার শিবগঞ্জে উপজেলা পর্যায়ে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সংগঠনের সংলাপ

বগুড়ার শিবগঞ্জ নেটজ বাংলাদের অর্থায়নে ও এনজিও পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়িত হোপ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সংলাপ সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

নাগরিক সমাজ সংগঠনের সভাপ্রধান আদরী বেগম বলেন আমার একটি প্রতিবন্ধী ভাই আছে ১৮ বছর বয়স হয়ে গেলও প্রতিবন্ধী ভাতা পাচ্ছিলনা। কিন্ত পল্লীশ্রীর সহায়তায় গত বছর ভাতা পেয়েছে। সংলাপ সভায় অন্যান্য সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং দপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের সেবা সম্পর্কে বিস্তারিত বলেন। উপজেলা নির্বাহী অফিসার পল্লীশ্রী’র কার্যক্রম সমূহে সাধুবাদ জানান।

পল্লীশ্রী’র হোপ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতির সঞ্চালনায় আয়োজিত সংলাপ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এএসএম রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল হান্নান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: ওয়ালী-উল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: বিপুল।

পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল মামুন, এএসআই তানজিনা খাতুন, হোপ প্রকল্পের প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্তসহ ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ।