বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে পরিচয়বিহীন নারীর লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে পরিচয়বিহীন (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়া টু রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার অংশে মহাস্থান ব্রীজের পূর্বপার্শ্বে প্রতাপবাজু গ্রাম সংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে গেলে ঐ নারীর পা পিছলে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে মারা যায়।

স্থানীরা থানা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা ঐ নারী করতোয়া নদীতে গোসল করতে গেলে তার পা পিছলে নদীতে পড়ে যায়। পানিতে ডুবে সে মারা যায়।

ওসি আরও জানান, ঘটনাস্থলে (নদীর পাড়ে) তার পড়নের কাপড়চোপড়, একটি লাঠি, সাবান ও শ্যাম্পু পাওয়া যায়। সে দীর্ঘদিন যাবত মহাস্থান মাজার এলাকায় থাকতেন। এঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।