বগুড়ার শিবগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বগুড়ার শিবগঞ্জে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, আলমগীর হোসেন, হারুনুর রশিদ, আব্দুর রশিদ, সাবেক কাউন্সিলর এস এম তাজুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক প্রাণ গোপাল মোহন্ত, আবুল হাশেম প্রমুখ।