বগুড়ার শিবগঞ্জে চলে গেলেন প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান আকন্দ
বগুড়ার শিবগঞ্জে কর্মরত দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক ও মাদ্রাসা সুপার খলিলুর রহমান আকন্দ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বগুড়া শজিমেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫বছর। মৃত্যুর পূর্ব পর্যন্ত সে ক্ষেতলাল উপজেলার হোপপীর হাটা দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্বে ছিলেন।
তার স্থায়ী নিবাস শিবগঞ্জের কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামে। সে ঐ গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত কয়েক মাস যাবৎ নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সে অবস্থা থেকে পরিত্রাণ লাভের পূর্বেই দেখা দেয় কিডনির জটিল সমস্যা। কিডনি জটিলতায় গত ৩দিন পূর্বে বগুড়াতে ডাক্তার দেখানোর জন্য গেলে তাকে শজিমেকে ভর্তি হতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার সকাল সাড়ে ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন