বগুড়ার শিবগঞ্জে ছাত্রদলের গৌরবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়ার শিবগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) বিকাল ৪টায় বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানের সভাপতিত্বে মিছিলে ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মীর শাহে আলম।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ফজলুল রহমান, বিএনপি নেতা আনয়োরুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস।
পৌর যুবদলের সাধারন সম্পাদক মাহদী হাসান তমাল, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক সাবিক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ইসলাম জনি, যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, যুগ্ম সাধারন সম্পাদক জনি মন্ডল।
সহ-সভাপতি রবিউল ইসলাম, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান বুলেট, সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, যুগ্ম সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ কামাল, সহ-সভাপতি সাকিব হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের দুই সহস্রাধীক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন