বগুড়ার শিবগঞ্জে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহান আহমেদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।

সমাবেশে বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন করা হবে।