বগুড়ার শিবগঞ্জে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহান আহমেদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।
সমাবেশে বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন