বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ৭

বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারপিটের ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় মাসুদ, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালী ও চাচাতো ভাই শহীদুলকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাসুদের মৃত্যু হয়। নিহত মাসুদ মির্জাপুর গ্রামের মৃতঃ হোসেনের পুত্র বলে জানা যায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।
এঘটনায় সিহাবুল ইসলাম (৩০), লুতফর রহমান (৪০), সিরাজুল ইসলাম (৪২), আলতাব হোসেন (৫৫), তাপসী বেগম (২৮), মনোয়ারা বেগম (৫৫), পারভীন বেগম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সিহাবুল, মনোয়ারা ও পারভীন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয়।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে নিহত মাসুদ রানার সঙ্গে অভিযুক্ত মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে আমিন ডেকে ওই জায়গা শালিসের মাধ্যমে মাপযোগ করে মীমাংসার চেষ্টা করে উভয়পক্ষ।
তবে মীমাংসা না হওয়ায় অভিযুক্ত মতিয়ার তার অনুসারীদের নিয়ে রবিবার বিকেলে মাসুদ রানা ও তার বাড়ির বাকি সদস্যদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। মাসুদ রানা মারা যাওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পরলে অভিযুক্ত দুইজনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।
এব্যাপারে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম দৈনিক জয়যুগান্তরকে বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমি, ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন