বগুড়ার শিবগঞ্জে জামায়াতের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি মাওঃ শাহাদাতুজ্জামান।
আটমূল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঃ আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির অধ্যাপক আব্দুল হালিম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আছার উদ্দীন।
এসময় বক্তব্যে রাখেন, জামায়াত নেতা নওফেল, মাওঃ আহসান, ফারুক হোসাইন, শাহাদাত হোসেন প্রমূখ। পরে অতিথিবৃন্দ ভাইয়ের পুকুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন