বগুড়ার শিবগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে বেকারত্ব থাকবে না, যে বাংলাদেশে অমুসলিমরা নিরাপদে থাকবে, বাংলাদেশ হবে স্বাধীন সার্বভৌম, যে বাংলাদেশে কেউ নাক গলাতে পারবেনা, যে বাংলাদেশে রাজনীতি নিয়ে কেউ ষড়যন্ত্রের সুযোগ পাবে না, আমরা সেই বাংলাদেশ আগামী দিনে গঠন করবো’।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হুসাইন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল বাছেদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বগুড়া জেলা জামায়ায়ের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান।
বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল বাছেত, সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক উপজেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল হালিম বিপ্লব।
এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, পরিকল্পনা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, প্রচার মিডিয়া সেক্রেটারি মাওলানা জাকির হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাকিল উদ্দিন, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সুলতান মাহমুদসহ উপজেলার সকল ইউনিয়ন জামায়াতের রুকনরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন