বগুড়ার শিবগঞ্জে জালনোটসহ যুবক আটক

বগুড়ার শিবগঞ্জে সাত লক্ষ টাকার জালনোটসহ রিয়াজুল ইসলাম(৩৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকার মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আটক রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে রংপুর থেকে ছেড়ে আসা আসাদ এন্টারপ্রাইজ নামের একটি স্লিপার যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে রিয়াজুলের কাছে থাকা একটি স্কুল ব্যাগে ১৪০০টি ৫০০ টাকার জালনোট পাওয়া গেলে তাকে আটক করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ বলেন, ” গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে রিয়াজুলকে আটক করা হয়। আটক ব্যক্তিকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।”

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন