বগুড়ার শিবগঞ্জে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মামুন (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মামুন উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্ৰামের মৃত আঁকা মোল্লার ছেলে। সে দুই সন্তানের জনক।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মামুনের ঝুলন্ত লাশ দোতলা মাটির বাড়ির সিঁড়ি বরাবর বাঁশের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে মামুনের স্ত্রী সালমা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে আমি আমার মেয়েকে নিয়ে আমি ঘরে ঘুমিয়ে পড়ি ও আমার স্বামী মামুন বারান্দায় ঘুমিয়ে পড়ে। ২৭ ডিসেম্বর শুক্রবার ভোর ৬ টায় আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী মামুন দোতলা সিঁড়ি বরাবর তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লটকিয়ে থাকা দেখে আমি ডাক চিৎকার করিলে আশেপাশের বাড়ীর লোকজন ছুটে এসে দেখে মামুন মারা গেছে।

এ বিষয়ে গ্রামের একাধিক বাসিন্দা বলেন, মামুন খুব ভালো ছেলে। সে কেন এমন করেছে তা আমরাও বুঝতে পারছিনা। তবে গত দুইদিন পূর্বে মৃত মামুনের ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়ি তার বাড়ি থেকে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই রায়হান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ২টার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার হওয়ার কারণে লাশ মর্গে পাঠানো সম্ভব হয়নি। শনিবার লাশ মর্গে প্রেরণ করা হবে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।