বগুড়ার শিবগঞ্জে তারুণ্যের উৎসে র্যালী ও বিজ্ঞান মেলা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/IMG_20250109_234240.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গতকাল বগুড়ার শিবগঞ্জে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে র্যালী ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে পিঠা উৎসব ও বিজ্ঞান মেলা উপলক্ষে ২০টি ষ্টল নির্মাণ করা হয়।
উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী।
পরে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন