বগুড়ার শিবগঞ্জে দাখিল পরিক্ষায় হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাফল্য

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীরা কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছে।

ফলাফল বিশ্লেষনে দেখা যায়, দু’জন গোল্ডেন এ প্লাসসহ ১১জন পরিক্ষার্থী দাখিল পরিক্ষায় এ প্লাস পেয়েছে। গোল্ডেন এ প্লাস প্রাপ্তরা হলেন, স্মরণী আক্তার ও হীরা আক্তার। এ প্লাস প্রাপ্তরা হলেন, উম্মে হাবিবা, সামিয়া খাতুন, ইভা আক্তার দিনা, তানিয়া আক্তার, রাবেয়া আক্তার, সাদিয়া খাতুন, সুমাইয়া খাতুন, আতিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১৪ মে) সরেজমিনে মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওঃ এনামুল হক বলেন, এবারের দাখিল পরিক্ষায় দু’জন গোল্ডেন এ প্লাসসহ ১১ জন এ প্লাস পেয়ে কাঙ্খিত ফলাফল অর্জিত হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগীতায় থাকলে সামনে সকল পাবলিক পরিক্ষায় কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মাওঃ আলী আজম, সহকারী অধ্যাপক জাকির হোসেন, আখতার হোসেন, উমামা আক্তার, গাজিুল হক, প্রভাষক হান্নান মিয়া, মাসুদ রানা, খলিলুর রহমান, জেসমিন আক্তার, সহকারী শিক্ষক ছেফাতুল্লাহ, সাইদুর বারী, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম, মামুনুর রশিদ, ফজলার রহমান প্রমুখ।

প্রসঙ্গতঃ ১৯৩২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর হতে অত্র এলাকায় সুনামের সহিত সহশিক্ষা ও দ্বীনি শিক্ষা প্রচার করে আসছে।